আনন্দ ও বিপুল উৎসাহের মধ্য দিয়ে কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক পূর্নমিলনী ও বনভোজন উদযাপিত
আতিকুর রহমান ।। সিডনীর অন্যতম বৃহত্তম সংগঠন কৃষিবিদ অষ্ট্রেলিয়া অত্যন্ত আনন্দ ও উৎসহের মধ্য দিয়ে উদযাপিত করেছে বার্ষিক পুর্নমিলনী ও বনভোজন। কৃষিবিদ অষ্ট্রেলিয়ার যাত্রা শুরু হয় ১৯৯৫ সাল থেকে। কৃষিবিদ অস্ট্রেলিয়ার ধারনা মতে অস্ট্রেলিয়ায় কৃষিবিদ পরিবারের সংখ্যা ৬৭১ টি। এটিই সম্ভবতঃ বাংলাদেশের একই পেশার সর্বাধিক সংখ্যা।
![]() |
বক্তব্য রাখছেন সাংসদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, পাশে স্ত্রী ডাঃ সুলতানা শামীমা চৌধুরী এবং জাহেরুল ইসলাম ও মনোয়ার হোসেন। |
গত ২৮শে জানুয়ারী শনিবার প্রতি বছরের মত এবারও কৃষিবিদ অষ্ট্রেলিয়া আয়োজন করেছিল এ বনভোজন ও পুনমিলনী। সিডনির এবাটসবের প্লাউ ও হ্যারো পার্কে আয়োজিত বার্ষিক পূনর্মিলনী ও বনভোজন অনুষ্ঠিত হয়। কোভিড মহামারীর কারণে বিগত দু’বছর বনভোজনের আয়োজন করা সম্ভব হয়নি। ফলে এ বছর বিপুল সংখ্যক কৃষিবিদ স্বপরিবারে এ পূনর্মিলনিতে অংশগ্রহন করেন। এতে কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা এবং বাংলাদেশ থেকে আগত জাতীয় সংসদের এম.পি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম অন্যতম। সাংসদ কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম ও স্ত্রী ডাঃ সুলতানা শামীমা চৌধুরীকে সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া প্রদান করা হয়।
No comments