আতিকুর রহমান: অত্যন্ত বিনয়ী নিভীক ভদ্র কৃষিবিদ ড. আইয়ুবুর রহমান সকলকে কাঁদিয়ে চির দিনের জন্য বিদায় নিয়েছেন। আজ ৩রা ফ্রেবুয়ারী বুধবার ভোর ২টায় সিডনির সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ইন্তেকাল করেছেন। "ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন"। ফুসফুসের সমস্যাজনিত কারণে কিছুদিন অসুস্থ থাকার পর আজ তিনি মারা যান। ড. রহমান সিডনীর হোলহোসদিতে বসবাস করতেন। ইতিপূবে বাংলাদেশে থাকাকালীন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের একজন বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। ড. আইয়ুবুর রহমানের নামাজে জানাজা হবে আগামীকাল ৪ঠা ফ্রেবুয়ারী বৃহষ্পতিবার সকাল ১০.৩০ মিনিটে। বর্তমানে কোভিট-১৯ স্বাস্থ্যনীতির নিয়ম ঠিক রেখে Rookwood cemetery (Rookwood necropolis gate, (East street Lidcombe) Islamic section 8) এ নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ড. রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার মান্দার পুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান এবং বহু বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খী রেখে গেছেন। ড. রহমানের মৃত্যুতে সিডনীর কমিউনিটিসহ প্রভাত পরিবারও শোকাভিভুত করেছে। মরহুমের রুহের মাগফেরাত ও শোকসপ্ত পরিবারে জন্য সমবেদনা জ্ঞাপন করছি।
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
No comments