১লা এপ্রিল মঙ্গঁলবার পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে
আতিকুর রহমান ।। পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মপ্রাণ মুসলমানরা একমাস সিয়ামের পর আসে পরম আনন্দের একটি দিন।
![]() |
ফাইল ফটো |
সিডনীতে এবারও দু’দিন ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে । আজ ৩১ মার্চ সোমবার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা এপ্রিল রোজ মঙ্গলবারও পবিত্র ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ৩১ মার্চ ল্যাকেম্বাসহ কয়েকটি এলাকায় মসজিদ ও মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে সিডনীর সাউথ ওয়েষ্ট এলাকার অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার আজ ১লা এপ্রিল মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের জামাতের ঘোষনা করা হয়েছে। সংগঠনটি প্রতি বৎসরের ন্যায় এবারও চাঁদ দেখার উপর ভিত্তিতে জামাতের তারিখ নির্ধারিত করেছে। সেই অনুযায়ী ১ লা এপ্রিল ঈদের জামাত হবে। বৃহত্তর ক্যাম্বেলটাউন এলাকায় বাংলাদেশী তথা মুসল্লীদের সংখ্যা বেশী হওয়াতে এবারও সংগঠনটি খোলা ময়দানে জামাতের ব্যবস্থা করা হয়েছে। যা বাংলাদেশের ঈদগাহ ময়দানে দেখা যায়।
সিডনীর মিন্টোস্থ ভিক্টোরিয়া পার্কে (93 Minto Rd, Minto) এ জামাত অনুষ্ঠিত হবে। Victoria Park টি PCYC পিছনের খোলা মাঠে ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে। মাঠের গেট খোলা হবে সকাল ৭.৩০ মিনিটে, জামাতের নামাজ শুরু হবে ঠিক সকাল ৮.৩০টায়। সুতরাং যথাসময়ে জামাতে অংশগ্রহন করতে হবে। পার্কটির রয়েছে নিজস্ব প্রচুর কার পাকিং রয়েছে। তাছাড়াও আশে পাশেও ব্যাপক কার পার্কিং এর সুবিধা রয়েছে। মিন্টো ট্রেন ষ্টেশনের নিকটে এবং কার পাকিং এর ব্যাপক সুবিধার জন্যই এ বৎসর ওপেন মাঠে জামাতের ব্যবস্থা করা হয়েছে। মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা করা হয়েছে। জামাতের ইমামতি করবেন হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। মুসল্লীদের বসার সুবিধার জন্য নিজস্ব নামাজের ম্যাট ও চেয়ার (যার প্রয়োজন) সংগে আনার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর খান মুন। পাশাপাশি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে।
ঈদ মানুষের জীবনে আসে পরম আনন্দ নিয়ে। আর পেছনে থাকে তার তাৎপর্য। ঈদের বৈশিষ্ট্য থেকে এ তাৎপর্য ঈদ উৎসব পালনের মধ্যে উপলব্ধি করতে হবে। ঈদের সীমাহীন আনন্দ উপভোগের সাথে সাথে আল্লাহ তায়ালার উদ্দেশে নিজেকে নিবেদিত করা আর মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ত্যাগের, ভ্রাতৃত্বের, সম্প্রীতির ও সহমর্মিতার মহান আদর্শ অনুধাবন করতে হবে। তাহলে ঈদ উৎসব পালনের সার্থকতা প্রমাণিত হবে।
No comments