অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে হাজিদের জন্য ইসলামিক প্রোগ্রাম অনুষ্ঠিত
![]() |
গুরুত্বপূর্ন আলোচনা করেন মাওলানা আবদুল হাদী তানভীর |
![]() |
অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মানিত হাজী |
এর পর হজ্জের উপর গুরুত্বপূর্ন আলোচনা করেন এএমডব্লিউ ইসলামিক সেন্টারের পেশ ইমাম হাফেজ মাওলানা আবদুল হাদি তানভীর। হাফেজ তানভীর বলেন যে, যাদের হজ্জ ফরজ হয়েছে সে সকল মুসল্লীদের পবিত্র হজ্জ করার অতিব জরুরী।
![]() |
বিশেষ দোয়াল অংশ বিশেষ। |
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক সাদিকুর রহমান মুন। জনাব সাদিকুর রহমান জানান যে, সেন্টারের সম্পূর্ন সিকিউরিটির ক্যামেরা স্থাপন করা হয়েছে সরকারের অনুদানের অর্থ দিয়ে। ফলে এ সেন্টারটি বর্তমানে অধ্যানুধিক দিকে ধাবিত হচ্ছে। অনুষ্ঠানের মূল পর্বে ছিল সম্মানিত হাজিদের পরিচয় ও হজ্জের অভিজ্ঞতার বর্ননা।
![]() |
অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মানিত হাজী |
এবারে অষ্ট্রেলিয়া থেকে বাংলাদেশী বিপুল সংখ্যক মুসল্লি হজ্জে গমন করে যা অতীতের চেয়ে অনেক বেশী। প্রায় শ’ এর বেশী হাজি ইসলামিক প্রোগামে উপস্থিত ছিলেন।
![]() |
অভিজ্ঞতার কথা তুলে ধরেন সম্মানিত হাজী |
অনুষ্ঠানের শেষের দিকে সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন হয়ত: সুদিন আর বেশী দূরে নয়। কেননা এ কমিউনিটি সেন্টারটি Place of Worship হিসেবে রূপান্তরিত হবে। তখন পুরোপরি মসজিদ হিসেবে ব্যবহারিত হবে। সকলের সহযোগিতা কামনা করেন।
পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে আগত অতিথিদের নৈজ ভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য যে, অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২০০৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই কমিউনিটির জন্য বিভিন্ন ইসলামিক কার্যগুলি অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করে আসছে। ফলে বাংলাদেশী মুসলিম কমিউনিটির আস্থার স্থান করে নেয়।
ঈদের জামাত, ফিউনারেল ফান্ড, তারাবিহর নামাজ, ইসলামিক প্রোগ্রাম, হাফেজী ও সানডে মাদ্রাসা, বয়স্কদের আরবী শিক্ষা, বিশেষ দুর্যোগ এর সময়ে আর্থিক সহায়তা অন্যতম কার্যাদি। প্রতি দু’বছর পর একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন পরিচালনা হয়ে থাকে।
![]() |
নৈজ ভোজের অংশবিশেষ |
প্রায় এক হাজারের
স্থায়ী সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে একটি যোগ্য ও অভিজ্ঞ নেতৃত্ব নির্বাচিত হয়ে থাকে।
এর ফলে শূন্য থেকে গড়া এ সংগঠনটি সিডনির অন্যতম বৃহত্তম সংগঠনে পরিনত হয়েছে। যা এখন
অনেকের ঈর্ষানিয়। পাচঁ একরের উপরে দুটি হল রুম সহ রয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ।
বিজ্ঞাপন:
No comments