Header Ads


  • আসন্ন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচন। আনিছ-সাদিকুর পরিষদের প্রচারনা ও দোয়া অনুষ্ঠিত

     

    জনাব গোলাম মোস্তফা কার্যকরী পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন। 

    বিশেষ সংবাদদাতা: আগামী ৬ সেপ্টেম্বর রোজ শনিবার অষ্ট্রেলিয়ান মুসলিম  ওয়েলফেয়ার সেন্টারের সাধারন বার্ষিক সভা ও ২০২৫- ২০২৭ সালের জন্য কার্যকরি কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আনিছ-সাদিকুর ও রায়হান-ফরহাদ প্যানেলের মধ্যে নির্বাচন হবে। 

    আগত অতিথিদের  একাংশ

    গত ৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবার বিকেলে ঈংগেলবার্ন গ্রেগ পারিসিভাল কমিউনিটি হলে আনিছ-সাদিকুর পরিষদের নির্বাচনী প্রচার ও দোয়ার আয়োজন করা হয়। সিডনীর বিভিন্ন এলাকা থেকে দোয়ার অনুষ্ঠানে অতিথিবৃন্দ শরিক হয়। হলে কানায় কানায় দর্শকদের এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিডনী বটবৃক্ষ খ্যাত মরুব্বী অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের প্রাক্তন সভাপতি ও এএমডব্লিসি ফিউনারেল ফান্ডের প্রাক্তন সভাপতি জনাব গোলাম কিবরিয়া।

    অতিথিদের  একাংশ

    অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বর্তমান কমিটির সভাপতি ও আসন্ন নির্বাচনের সভাপতি প্রার্থী ড. আনিছুল আফছার। দোয়া অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের সম্মানিত কাউন্সিলর সর্বজনাব মাসুদ চোধুরী, আশিকুর রহমান ও ইব্রাহিম খলিল মাসুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকগন ও সমাজের বিশিষ্টজন উপস্থিত  ছিলেন । সিডনী প্রতিদিনের সম্পাদক ও লেখক নাইম আবদুল্লাহ, বাংলার কন্ঠ এর প্রধান সম্পাদক  হোসেন জাকির, লেখক ও সমাজসেবক মো. শফিকুল আলম প্রমুখ। কোরআন তেলয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।


    বক্তব্য রাখছেন গোলাম মোস্তফা

    তেলওয়াত করেন হাফেজ তাজিব হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্জিনিয়ার হাবিব ভুইঁয়া, ইন্জিনিয়ার সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ড. বোরহান, ড. বেলাল হোসেন, এএমডব্লিউসি সানডে মাদ্রাসার প্রিন্সিপাল ও এএমডব্লিওসি ইসলামিক সেন্টারের প্রাক্তন এডুকেশন সম্পাদক জনাব গোলাম মোস্তফা এবং নতুন প্রজন্মের যারা এ সংগঠনের বিভিন্ন কর্মসূচীতে জড়িত বর্তমান কমিটির সহকারী সাধারন সম্পাদক জাহিদ ফারহান বান্টি, ডা: সোপান, ডা: সাদিন আফছার এবং বর্তমান কমিটির সাধারন সম্পাদক ও আসন্ন নির্বাচনে সাধারন সম্পাদক প্রার্থী সাদিকুর রহমান মুন।

    সভাপতি পদপ্রার্থী ড. আনিছুল আফছার

    বর্তমান কমিটির সহসভাপতি ইন্জিনিয়ার সাইফুল ইসলাম ও  হাবিব ভুইয়া বিগত বৎসর গুলিতে সংগঠনের বিভিন্ন কার্যকলাপ গুলি শত প্রতিকূলতার মধ্যদিয়ে কিভাবে সফলতা এনেছে তা তুলে ধরেন। তিনি বলেন যে, কমিটির মধ্যে অনেকেই সভাপতির দায়িত্ব প্রদানের কথা ড. আনিছুল আফছার অনুরোধ করলেও কেহ এ গুরুত্ব পূর্ন দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন। ফলে সংগঠন ও মুসল্লিদের বৃহত্তর স্বার্থে ড. আনিছুল আফছারকে সভাপতি প্রার্থী করা হয়েছে। সংগঠনের প্রাক্তন এডুকেশন সম্পাদক জনাব গোলাম মোস্তফা তার বক্তব্যে ২০১৮ সালে দায়িত্ব দেয়ার সময় সানডে মাদ্রাসার ছাত্র ছিল খুবই অল্প যা এখন এ সংখ্যা দাড়িছে প্রায় ২৫০ জনের উপরে। 

    সাধারন সম্পাদক পদপ্রার্থী সাদিকুর রহমান মুন


    কোভিডের সময় জুমে ক্লাস নিয়ে মাদ্রাসার ক্লাস চালু ছিল। এ ছাড়াও হাফেজিয়া মাদ্রাসা চালু করেছে, বর্তমানে প্রায় ২০ অধিক ছাত্র রয়েছে। একজন ছাত্র ইতিমধ্যেই হাফেজ হয়েছে। আর তিনি সব কৃতিত্ব প্রদান করেন সভাপতি ড. আনিছুল আফছার ও কমিটিকে। ড. বোরহান বলেন, অষ্ট্রেলিয়ার ন্যাশনাল ব্যাংকের প্রাক্তন সিইও  দীর্ঘ ৩৪ বৎসর দায়িত্ব পালন করেন এবং সে সময় সেই ব্যাংকের ছিল সবচেয়ে লাভজনক সময়। সিইও অবসর  করার পরে আস্তে আস্তে মুনাফাও কমে যায়। দক্ষতা ও অজ্ঞিতার না থাকলে এ সম্ভব হতো না। রাতারাতি কাউকেই সংগঠনের সর্বোচ্চ পদে নিয়োগ প্রদান করা হয় না। সেজন্য অত্যন্ত অভিজ্ঞ আনিছ-সাদিকুর প্যানেলে ভোট দেয়ার আহ্বান জানান। নতুন প্রজন্মের  বক্তারা এ সেন্টারে মসজিদ প্রতিষ্ঠার কর্মসূচীতে প্রবীনদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার পূর্নব্যক্ত করেন।

    বক্তব্য রাখছেন ড. বেলাল হোসেন

    সাধারন সম্পাদক প্রার্থী সাদিকুর রহমান মুন তার বক্তব্যে সংগঠনের বিভিন্ন উন্নয়ন কর্মে সরাসরি অংশগ্রহন করেছে। প্রতিষ্ঠার সময় থেকে কর্ম করে আসছে। ভবিষ্যতে জয়লাভ করতে পারলে আগামীতে এ কর্ম অব্যাহত থাকার কথা বলেন।

    বক্তব্য রাখছেন জাহিদ ফারহান বান্টি

    সভাপতি প্রার্থী ড. আনিছুল আফছার বলেন যে, আমি এ সংগঠনের একজন খাদেম মাত্র। প্রতিষ্ঠার পর থেকে সর্ম্পূন ভলেনটিয়ার হিসেবে কাজ করে যাচ্ছি। সংগঠনে একটি পূর্নাঙ্গ মসজিদের স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছি। 

    বক্তব্য রাখছেন ডা: সোপান

    আমরা সে স্বপ্নের দ্বার প্রান্তে রয়েছি। সবার সহযোগিতা যদি আবার এ পদে পুর্নবহাল হতে পারি তবে মসজিদের জন্য ডিএ (Development Application) আবেদন করব। ইনশাল্লাহ কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আগামী ৬ মাসের মধ্যে এ  কমিউনিটি হল থেকে মসজিদে রূপান্তরিত হবে ।

    সভায় সভাপতিত্ব করেন জনাব গোলাম কিবরিয়া ( সর্ব ডানে)
     

     ডি এ  এর জন্য অভিজ্ঞ প্লানার ইতিমধ্যে নিয়োগ প্রদান করা হয়েছে এবং প্রাথমিক তথ্য প্রদান করা হয়েছে। যেহেতু বিগত ৫টি ডিএ অনুমোদনের অভিজ্ঞতা রয়েছে সে জন্য মসজিদের ডিএ টি তৈরী করতে খুব বেশী সময় নেয়ার কথা না। 

    বক্তব্য রাখছেন ডা: সাদিন আফছার

    মসজিদের অনুমোদনের দ্বার প্রান্তে এসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার উদ্বাত্ত আহ্বান জানান। পরিশেষে ড. আফছার প্রজেক্ট এর মাধ্যমে বিগত দিনের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। 

     কাউন্সিলর মাসুদ চৌধুরী ও সাংবাদিকদের সাথে প্রার্থীরা

    পরে গোলাম মোস্তাফা উপস্থিত দর্শকদের সাথে আনিছ-সাদিকুর প্যানেলের প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়। দোয়া  অনুষ্ঠানের সভাপতি জনাব গোলাম কিবরিয়া সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং এ প্যানেলের বিজয় কামনা করে দোয়া পরিচালনা করেন। পরে আগত অতিথিদের নৈশ ভোজের ব্যবস্থা করেন।


     বিজ্ঞাপন:



     

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728