Header Ads


  • অষ্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এর উদ্যোগে সিডনীতে ১লা ও ২রা অক্টোবর অনুষ্ঠিত হবে অষ্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫


    আতিকুর রহমান ।। অষ্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম এর উদ্যোগে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের ব্যবসায়িক সর্ম্পক আরও জোরদার ও  সহযোগিতা এবং বিনিয়োগ সম্ভাবনাকে বৃদ্ধির লক্ষ্যে নিয়ে আগামী ১লা বুধবার এবং ২রা বৃহস্পতিবার অক্টোবর ২০২৫ইং অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫।

    সিডনির Masonic Centre (66 Goulburn St Sydeny NSW 2000) এ বিজনেস বিজনেস এক্সপো ২০২৫ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে ইতিমধ্যেই ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। এক্সপোতে থাকছে ৫ টি বিশেষ সেমিনার এবং বিজনেস নেটওয়ার্কিং ডিনার, যেখানে দুই দেশের শীর্ষ ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকরা একত্রিত হবেন।


    আগামী ১ অক্টোবর( বুধবার) সকালে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এমপি আনুষ্ঠানিকভাবে এ এক্সপো উদ্বোধন করবেন। আয়োজকদের বিশ্বাস, এ আয়োজনের মাধ্যমে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক নতুন দিগন্তে পৌঁছাবে এবং ভবিষ্যৎ বিনিয়োগের সুযোগ আরও প্রসারিত হবে। আয়োজক সংস্থা অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম জানিয়েছে, এক্সপোতে অংশগ্রহণকারীরা শুধু প্রদর্শনীর মাধ্যমে নয়, বরং সরাসরি সেমিনার ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পেয়ে দুই দেশের বাজার সম্পর্কে গভীরতর ধারণা অর্জন করবেন।

    বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য ভিজিট করুন:

    🌐 australiabangladeshbusinessforum.com

    📞 ‪+61 402 695 572‬

    ✉ info@australiabangladeshbusinessforum.com 

    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728