 |
| অতিথিদের একাংশ |
আতিকুর রহমান।। গত ১৮ অক্টোবর শনিবার ২০২৫ইং অস্ট্রেলিয়ার সিডনির Wollongong’s Lake Illawarra এর Kiyong Beach
যেন একটি মিনি বাংলাদেশ
হয়েছিল। রৌদ্রজ্জ্বল বিচের মনোরম পরিবেশে সব মিলিয়ে প্রায় ৬৫০ জন শিশু, মধ্যবয়সী তরুন-তরুনী ও বয়স্ক একত্রিত
হয়েছিল। সিডনীর
অন্যতম বৃহত্তম সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার আয়োজিত করেছিল এএমডব্লিউসি কমিউনিটি পিকনিক ২০২৫।
 |
| শিশুদের চিত্রাঙ্গনের একাংশ |
|
সূর্যোদয়ের পূর্বেই বিচের
ঘেষা কাউন্সিলের ২টি শেড এবং সংগঠনের
নিজস্ব ৪টি তাবু ও অতিথিদের নিজস্ব টেন্ট স্থাপন করে স্থানটি একটি মনোরম পরিবেশ তৈরা
করা হয়। সুন্দর আবহাওয়ার জন্য সকাল থেকে অতিথিরা বিচের পাশে জড়িত হতে
থাকে এবং খুব দ্রুত স্থানটি কানায় কানায় পূর্ন হয়ে যায়। সকালের নাস্তা দেশীয় সিঙ্গারা,
সসেস ও রুটি দিয়ে পিকনিকে আগত অতিথিদের আপ্যায়ন শুরু হয়। পাশাপাশি সকালের চায়ের ব্যবস্থা
রাখা হয়েছিল।
 |
| শিশুদের চিত্রাঙ্গনের একাংশ |
 |
| পুরুষদের খাবার পরিবেশনের একাংশ |
সকালের নাস্তা এবং দুপুরের খাবারের মধ্যে আয়োজন করা হয়েছিল বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা।
শিশুদের জন্য রাখা হয়েছিল চিত্রাঁঙ্গন প্রতিযোগিতা। বয়স ভিত্তিক চিত্রাঁঙ্গন
প্রতিযোগিতায় প্রায় ৬০ শিশু অংশ গ্রহন করেন। অভিভাবকরা শিশুদের পাশে দাড়িয়ে উৎসাহ প্রদান
করেন। বালক ও বালিকা, বয়স্ক পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক খেলাধুলার আয়োজন করা হয়। বালক ও বালিকাদের
বাকেটে বল নিক্ষেপ ছিল খুবই মজার খেলা।
 |
| খাবারের জন্য লাইনে দাড়িয়ে অতিথিবৃন্দ |
 |
| অতিথিদের একাংশ |
বয়স্ক পুরুষদের জন্য সকার গোল পোষ্টে ব্যক্তিগত গোল করা এবং চোখ বেধে হাড়ি ভাঙ্গা
ছিল আকর্ষনীয়। প্রতিযোগিদের পরিবার পাশে থেকে উৎসাহ প্রদান করেন। অন্যদিকে মহিলাদের
জন্য ছিলো পিলো প্রতিযোগিতা। বিপুল সংখ্যক
মহিলা অতিথিরা অংশগ্রহন করেন।
 |
| খাবার পরিবেশনের একাংশ |
পিকনিকে এবারের ক্রীড়া প্রতিযোগিতার দায়িত্ব পালন করেন
সংগঠনের কার্যকরী কমিটির সদস্য আবদুস সোবহান। সহযোগিতা করেন কমিটির সদস্যবৃন্দ।
 |
| মেয়েদের বল নিক্ষেপের জন্য অপেক্ষারত প্রতিযোগিনিরা |
ক্রীড়া
প্রতিযোগিতার পরে
দুপুরের নামাজ এর ব্যবস্থা রাখা হয়েছিল। নামাজের ইমামতি করেন সংগঠনের প্রাক্তন সভাপতি গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া এ ধরনের আয়োজন সফলতার জন্য বিশেষ দোয়া করেন। এরপর দুপুরের খাবারের জন্য সবাইকে সাদর আমন্ত্রন জানানো হয় এবং অতিথিরা অত্যন্ত ধৈর্য্য
সহকারে খাবার গ্রহন করেন। খাবার পরিবেশন করেন কমিটির সদস্যরা।
 |
| পুরষ্কার বিতরন করছেন সংগঠনের সভাপতি ড.আনিছুল আফছার |
দুপুরের বাংলাদেশের সুস্বাদু খাবার পরিবেশন করা হয়। মুরগির রোস্ট,
বিফ রেজালা, ভেজিটেবলস ও সালাত, সাথে ছিল ঠান্ডা ড্রিঙ্কস। পর্যাপ্ত পরিমানের খাবারের ব্যবস্থা রাখা হয়েছিল যাতে কেউই এত দূরে এসে না খেয়ে যেতে হয়। বিশেষ ক্যাটারির খাবার পরিবেশন
করেন অলি কিচেন।
 |
| পুরুষদের সকার খেলার একাংশ |
অলি’স কিচেনের কর্নধার অলি রহমানের (Olees Kitchen Address: 62 Saywell Rd, Macquarie Fields NSW 2564 Phone: 0403 511 566) বিশেষ তত্ত্বাবধানে ৪ জন সহকারি সহ
সংগঠনের সদস্যরা খাবার পরিবেশন করেন। খাবারের পরেই ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
 |
| ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ চৌধুরী ও আশিকুর রহমান সহ অতিথি বৃন্দ |
আকর্ষনীয় পুরষ্কার
বিতরন করেন সংগঠনের সভাপতি ডঃ আনিসুল হক, সাধারন সম্পাদক সাদিকুর
রহমান মুন, কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ
চৌধুরী, কাউন্সিলর আশিকুর রহমান অ্যাশ, কাউন্সিলর ইব্রিহাম খলিল মাসুদ ও প্রাক্তন সভাপতি
গোলাম কিবরিয়া। পরিচালনা করেন আবদুস সোবহান। পড়ন্ত বিকেলে চা এর সাথে নাস্তা কথা চিন্তা
করে আয়োজকরা সুস্বাধু পায়েস এবং দেশীয় স্টাইলে মুড়ি-চানাচুরের ব্যবস্থা করা হয়েছিল।
 |
| বা থেকে সংগঠনের সাধারন সম্পাদক সাদিকুর রহমান মুন |
বিশেষ ভাবে তৈরি মুড়ি চানাচুরের দায়িত্ব পালন করেন আতিকুর রহমান ও মোক্তার হোসেন। খাবারের পুরো দায়িত্বে ছিলেন আপ্যায়ন সম্পাদক শফিউর রহমান। সহযোগিতা করেন কমিটির সকল সদস্যবৃন্দ ও নিবেদিত ভলেনটিয়ার বৃন্দ। বিকালের চায়ের ব্যবস্থা রাখা হয়েছিল।
 |
| বিকেলের ঝাল মুড়ির পরিবেশনের একাংশ |
অতিথিরা সমুদ্র পাড়ে বসে চা আর নাস্তার সাথে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন। সমুদ্রপাড়ের বাতাস কিছুক্ষণের জন্য হারিয়ে যান এক নিরব আনন্দে। যান্ত্রিক জীবন কিছুক্ষনের জন্য আনন্দে হারিয়ে যায়। অনুষ্ঠানের এক পর্যায়ে অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ডঃ আনিছুল আফছার বলেন, সংগঠনের প্রথম পিকনিক আয়োজন করতে পেরে আনন্দিত, কমিউনিটির অতিথিবৃন্দ এত বিপুল সাড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভবিষ্যতে আরও সুন্দর আয়োজন করব ইনশাল্লাহ।
২০২৫-২০২৭ সালের জন্য নির্বাচনে
আনিছ-সাদিকুর প্যানের জয়লাভ করার পর এটাই প্রথম অনুষ্ঠান। এত বিশাল পিকনিক সিডনীর মধ্যে
প্রথম। নতুন নির্বাচন কমিটি এই সফলতার জন্য মাইল পুলক হিসেবে কাজ করবে বলে অতিথিবৃন্দ মনে করেন।

উল্লেখ্য যে, অষ্ট্রেলিয়ান
মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় অনুষ্ঠান (মাসিক ইসলামিক
প্রোগ্রাম, ঈদের জামাত, ইফতার, তারাবীহ নামাজ), শিক্ষামূলক কার্য (বয়স্কদের কোরআন শিক্ষা,
সানডে মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, মহিলাদের বিভিন্ন প্রোগাম), ভলিবল প্রতিযোগিতা,
বার্ষিক কোরআন প্রতিযোগিতা, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দূর্যোগ সময়ে আর্থিক
সহযোগিতা, নিজস্ব ফিউনারেল ফান্ড, বিশেষ ক্ষেত্রে মৃত ব্যক্তির আর্থিক সহযোগিতা, ক্যাম্বেলটাউন
হসপিটালে হুইল চেয়ার প্রদান প্রকল্প, জাকাত ও ফিতরা সংগ্রহ ও তা যথাযথ কৃর্তপক্ষের
কাছে পৌছানো সহ বিভিন্ন জনকল্যান মুলক কর্ম।
 |
| ক্রীড়া প্রতিযোগিতার কো অডিনেটর আবদুস সোবহান |
এ সকল কার্যাদি কমিউনিটির কাছে বেশ সমাদৃত
হওয়ার ফলে বর্তমানে প্রায় ১৫শ’ অধিক আর্থিক সদস্য রয়েছে। যোগ্য নেতৃত্বই ভবিষ্যতে এ
বৃহত্তম সংগঠনটি আগামী দিনে আরও উন্নতি হবে বলে সকলের প্রত্যাশা।
No comments