অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে আগামী ২ নভেম্বর ইসলামিক প্রোগ্রামের আয়োজন
আতিকুর রহমান।। অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে আগামী ২ নভেম্বর রবিবার ২০২৫ ইং এএমডব্লিউসি ইসলামিক
প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। ইসলামিক প্রোগ্রামটি সন্ধ্যা সাড়ে সাতটা শুরু হয়ে শেষ
হবে সাড়ে নয়টায়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের {13-17
Eagleview Rd Minto NSW) নিজস্ব হলে। ইসলামিক
অনুষ্ঠানের বক্তাবৃন্দ হলেন এএমডব্লিউসি ইসলামিক সেন্টারের ইমাম হাফেজ মাওলানা আবদুল
হাদি তানভীর ও দারুল উলম ইসলামিক সেন্টারে ইমাম শেখ আবদুল্লাহ হিউমাইডি। অনুষ্ঠান শেষে
অতিথিদের নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে। পরিবার ও বন্ধুবান্ধব সকলকে সাদর আমন্ত্রন
জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার ও সাধারন সম্পাদক সাদিকুর রহমান মুন। উল্লেখ্য
যে, অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় অনুষ্ঠান
(মাসিক ইসলামিক প্রোগ্রাম, ঈদের জামাত, ইফতার, তারাবীহ নামাজ), শিক্ষামূলক কার্য (বয়স্কদের
কোরআন শিক্ষা, সানডে মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, মহিলাদের বিভিন্ন প্রোগাম), ভলিবল
প্রতিযোগিতা, বার্ষিক কোরআন প্রতিযোগিতা, বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার বিভিন্ন দূর্যোগ
সময়ে আর্থিক সহযোগিতা, নিজস্ব ফিউনারেল ফান্ড, বিশেষ ক্ষেত্রে মৃত ব্যক্তির আর্থিক
সহযোগিতা, ক্যাম্বেলটাউন হসপিটালে হুইল চেয়ার প্রদান প্রকল্প, জাকাত ও ফিতরা সংগ্রহ
ও তা যথাযথ কৃর্তপক্ষের কাছে পৌছানো সহ বিভিন্ন জনকল্যান মুলক কর্ম।



No comments