Header Ads


  • এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টূর্নামেন্ট শুরু

     

    পদ্মা দল

    আতিকুর রহমান ।। গত  ২৯ নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছে এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টূর্নামেন্ট ২০২৫। বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস উপলক্ষ্যে সিডনীর অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে প্রতি বৎসর টূর্নামেন্টটি অয়োজন করে থাকে।

    আয়োজক ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা

    সংগঠনের নিয়মিত খেলোয়াড় তরুনদের মধ্য থেকে ভালো খেলোয়াড়দের নিয়ে ৪টি টিমের মধ্যে লীগ পদ্ধতিতে টূর্নামিন্টটি অনুষ্ঠিত হয়ে থাকে। টিম তৈরী হওয়ার পর থেকেই নতুন জার্সি নিয়মিত অনুশীলন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে টিম গুলি। মনে হয় বাংলাদেশের কোন বড় টূর্নামেন্ট  এ অংশগ্রহন করচ্ছে 

    খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

    সেন্টারের নিজস্ব মাঠে ভলিবল ও দলের ভক্ত খেলোয়াড়দের দ্বারা আনন্দের পরিবেশ বিরাজ করছিল বিগত কয়েকদিন ধরেই। বিশেষ করে তরুনদের নিয়ে গঠিত টিম পদ্মা এর অভিভাবকরা। 

    প্রহর গুনা শেষে গত ২৯ নভেম্বর শনিবার বিকেলে আনুষ্ঠানিকতার মাধ্যমে টূর্নামেন্ট শুরু হয়। এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন  করেন সংগঠনের সভাপতি . আনিছুল আফছার।  পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান। প্রথমেই খেলোয়াড়দের সাথে পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। দোয়ার মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। এবারের প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। পদ্মা দল, মেঘনা দল, যমুনা দল সুরমা দল। সাদিন পদ্মা দল, জাকির হোসেন যমুনা দল, সেলিম মেঘনা দল ও জাহেরুল সুরমা দলের নেতৃত্ব দিচ্ছেন। 

    নতুন প্রজন্মের দল পদ্মা দলের সাথে কাউন্সিলর মাসুদ খলিল

    বাংলাদেশের নদীর নামে এই চারটি টিম অংশগ্রহণ করে নবীন এবং প্রবীণের সমন্বয়ে। প্রথম দিনেই  এবারের খেলাটি অত্যন্ত আকর্ষণীয় এবং অনেক জমে উঠেছিল। তরুণ প্রজন্মেরদের নিয়ে দল পদ্মা এবারে প্রথম খেলায় অভিজ্ঞ খেলোয়াড় নিয়ে গঠিত  মেঘনাকে দুই এক সেটে পরাজিত করে পয়েন্ট তালিকায় তাদের স্থান করে নেয়। দিনের অপর খেলায় যমুনা দল সুরমা দলকে পরাজিত করে। খুব কম ব্যবধানে যুমনা দল জয়লাভ করে।  

    স্কোর বোর্ড

    প্রথম ও দ্বিতীয় খেলা পরিচালনা করেন সংগঠনের সভাপতি ডঃ আনিসুল আফছার।তাকে সহায়তা করেন দয়া করেন আতিক, ড. এখলাছ বাবু, মামুন, সোবহান, জামান ও স্কোর বোর্ডে ছিলেন আলমগীর। খেলায় সার্বিক তদারকিতে ছিলেন ষ্পোর্টস সম্পাদক আবদুল মতিন পপলু। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিল। 
    পদ্মা দল ও মেঘনা দলের প্রতিযোগিতা

    আজ ৩০ নভেম্বর রবিবার খেলায় সুরমা পরাজিত করেন মেঘনা দলকে এবং যমুনা দল পরাজিত করেন মেঘনা দলকে। দুটি খেলায় দর্শক উপভোগ করেন।  তৃতীয়বারের মতো ভলিবল প্রতিযোগিতা আয়োজন করলো অস্ট্রেলিয়া মুসলিম ওয়েলফেয়ার সেন্টার। 
    এখানে তরুণদের খেলার জন্য ভলিবল এবং ছোটদের জন্য টেবিল টেনিস  সকারের ব্যবস্থা করা হয়েছে।  কোরআন শিক্ষার পাশাপাশি এই ধরনের উদ্যোগ  অত্যন্ত প্রশংসনীয়। 

    এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টূর্নামেন্ট ২০২৫ লীগ খেলা শেষ হবে আগামী  ৬ ডিসম্বের শনিবার। আগামী সাতই ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে পাঁচটায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার পরে বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক। প্রতি খেলায় দর্শকদের মাঝে বিকালের নাস্তার ব্যবস্থা করেছেনে হোসেন মোক্তার। 

    মোক্তার হোসেন দর্শকদের জন্য তরমুজ দিয়ে আপ্যায়ন করেন।


    বিজ্ঞাপন


     



    No comments

    Top Ad

    Top Ad

    Post Bottom Ad

    ad728