এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টূর্নামেন্ট শুরু
![]() |
| পদ্মা দল |
আতিকুর রহমান ।। গত ২৯ নভেম্বর শনিবার থেকে শুরু হয়েছে এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টূর্নামেন্ট ২০২৫। বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস উপলক্ষ্যে সিডনীর অন্যতম বৃহত্তম সংগঠন অষ্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে প্রতি বৎসর এ টূর্নামেন্টটি অয়োজন করে থাকে।
![]() |
| আয়োজক ও খেলা পরিচালনা কমিটির সদস্যরা |
সংগঠনের নিয়মিত খেলোয়াড় ও তরুনদের মধ্য থেকে ভালো খেলোয়াড়দের নিয়ে ৪টি টিমের মধ্যে লীগ পদ্ধতিতে এ টূর্নামিন্টটি অনুষ্ঠিত হয়ে থাকে। টিম তৈরী হওয়ার পর থেকেই নতুন জার্সি ও নিয়মিত অনুশীলন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে টিম গুলি। মনে হয় বাংলাদেশের কোন বড় টূর্নামেন্ট এ অংশগ্রহন করচ্ছে।
![]() |
| খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ ও অষ্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। |
সেন্টারের নিজস্ব মাঠে ভলিবল ও দলের ভক্ত ও খেলোয়াড়দের দ্বারা এ আনন্দের পরিবেশ বিরাজ করছিল বিগত কয়েকদিন ধরেই। বিশেষ করে তরুনদের নিয়ে গঠিত টিম পদ্মা এর অভিভাবকরা।
প্রহর গুনা শেষে গত ২৯ নভেম্বর শনিবার বিকেলে আনুষ্ঠানিকতার মাধ্যমে টূর্নামেন্ট শুরু হয়। এএমডব্লিউসি বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ড. আনিছুল আফছার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদিকুর খান। প্রথমেই খেলোয়াড়দের সাথে পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেয়া হয়। দোয়ার মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। তারপর দু’দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। এবারের প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে। পদ্মা দল, মেঘনা দল, যমুনা দল ও সুরমা দল। সাদিন পদ্মা দল, জাকির হোসেন যমুনা দল, সেলিম মেঘনা দল ও জাহেরুল সুরমা দলের নেতৃত্ব দিচ্ছেন।
![]() |
| নতুন প্রজন্মের দল পদ্মা দলের সাথে কাউন্সিলর মাসুদ খলিল |
![]() |
| স্কোর বোর্ড |
![]() |
| মোক্তার হোসেন দর্শকদের জন্য তরমুজ দিয়ে আপ্যায়ন করেন। বিজ্ঞাপন |











No comments